Department of Islamic History & Culture

  • Home
  • Islamic History & Culture

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আনন্দ মোহন কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ১৯৮৭ সালে কলেজে এ বিভাগটি চালু করা হয়। ১৯৮৫ সালে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বেগম আনোয়ারা খাতুন সহকারী অধ্যাপক ও জনাব মো: সাদেকুর রহমান প্রভাষক হিসেবে এ কলেজে যোগদান করেন। কিন্তু কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ না থাকায় তাদেরকে সাধারণ ইতিহাস বিভাগে যোগদান করতে হয়। জনাব মো: সাদেকুর রহমানের অক্লান্ত চেষ্টার ফলে ১৯৮৭ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উচ্চ মাধ্যমিক খোলার অনুমতি পাওয়া যায়। এরই ধারাবহিকতায় ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) খোলার অনুমতি মিলে। অত:পর ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনার্স খোলারও অনুমিত দেয়। বর্তমানে এ বিভাগে অনার্স থেকে মাস্টার্স (১ম পর্ব ও শেষ পর্ব) কোর্স চালু আছে। এ কোর্সগুলো খোলা সম্ভব হয়েছে তৎকালীন অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতা এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ বিশেষ করে জনাব মো: সাদেকুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায়। বর্তমানে এ বিভাগে অনার্স থেকে মাস্টার্স পযর্ন্ত ১৪০০ জন ছাত্র-ছাত্রীর লেখাপড়ার সুযোগ রয়েছে। এ বিভাগে বর্তমানে ৯ (নয়)জন শিক্ষকের দ্বারা বিভাগীয় পাঠদান ও অন্যান্য কাযর্ক্রম পরিচালিত হচ্ছে। কলেজের বর্তমান সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্ এর নেতৃত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকগণ পাঠদান এবং টিউটোরিয়াল, কুইজ, কেন্দ্রীয় ও বিভাগীয় মডেল টেস্টসহ বিভিন্ন শিক্ষা সহায়ক কাযর্ক্রম পরিচালনা করছেন। এ বিভাগ থেকে ছাত্র-ছাত্রীরা আন্ত:বিভাগ বাংলা ও ইংরেজি বিতর্ক,রচনা,উপস্থিত বক্তৃতা,কবিতা আবৃত্তি, কেরাত,হামদ,নাত ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ ছাড়াও এ বিভাগ থেকে নিয়মিত সিলেবাস সংশ্লিষ্ট দর্শনীয় স্থান সমূহে শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ বিভাগে নিয়মিত ও কাযর্কর পাঠদানের ব্যবস্থা থাকায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক হয়। ইতোমধ্যে এ বিভাগ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স শ্রেণীতে ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এ বিভাগের ছাত্র-ছাত্রীরা শৃংখলাবোধ, সততা, নৈতিকতা, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, সদাচরণ, পরস্পরের প্রতি মমত্ববোধ ইত্যাদি গুণে বৈশিষ্ট্যমিন্ডত। শিক্ষকগণও কর্তব্যপরায়ণ,নিষ্ঠাবান ও শিক্ষাদানে নিবেদিতপ্রাণ। বর্তমানে বিভাগে ডিজিটাল পদ্ধতিতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণী কাযর্ক্রম পরিচালিত হচ্ছে।

         সেমিনারে বই সংখ্যা

              3400

 

                                                             শিক্ষার্থীদের তথ্য

                     বর্ষ

          সেশন

ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা

অনার্স ১ম বর্ষ (ভর্তি চলমান)

2022-2023

229

অনার্স ১ম বর্ষ (পরীক্ষার্থী)

2021-2022

242

অনার্স ২য় বর্ষ

2020-2021

236

অনার্স ৩য় বর্ষ

2019-2020

243

অনার্স ৪র্থ বর্ষ

2018-2019

243

প্রিলিমিনারী টু মাস্টার্স

2020-2021

76

মাস্টার্স প্রোগ্রাম

2020-2021

445