Department of Accounting

১৯৮৮ সালের পূর্বে আনন্দ মোহন কলেজে কমার্স গ্রুপের অধীনে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে ১৯৮৮ সালে অত্র কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিভাগ স্বতস্ত্রভাবে স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষাদান শুরু করে। তৎসময়ে সহযোগী অধ্যাপক জনাব রেজাউল বারী জামালী হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। হিসাববিজ্ঞান বিভাগে ১৯৮৮-৮৯ শিক্ষা বর্ষে ২১ জন ছাত্রছাত্রী নিয়ে সর্বপ্রথম অনার্স কোর্সের যাত্রা শুরু হয়। অনার্স কোর্স চালুর ব্যাপারে তৎকালীন অধ্যক্ষ জনাব প্রফেসর নাজিম উদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান জনাব রেজাউল বারী জামালী, বিভাগীয় শিক্ষক জনাব মোঃ এমাজউদ্দিন, জনাব মোঃ শহিদ উল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। সে সময়ে ১টি সহযোগী অধ্যাপক, ১টি সহকারী অধ্যাপক ও ২টি প্রভাষক পদ মিলে মোট চারটি পদ ছিল। পরবর্তীতে ক্রমান্বয়ে ৭টি এবং ১২টি পদে উন্নীত হয়। ১৯৯২ সালের ১১ এপ্রিল তারিখে জনাব তারাপদ সরকার অধ্যাপক হিসাবে প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৩ সালে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতোকোত্তর কোর্স চালু হয়। আজ অবধি বিভাগটি অত্যন্ত সফলতার সাথে স্নাতক (সম্নান) ও স্নাতোকোত্তর পর্যায়ের একডেমিক কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে জনাব প্রফেসর মুশফীক আহাম্মদ এই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।