Department of Botany

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠবিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ। আর এ কলেজের একটি ঐতিজ্যবাহী বিভাগ হচ্ছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশনে ১৯৭২ সনে এ বিভাগে অনার্স কোর্স চালু হয় এবং পরবর্তীতে ১৯৮৫ সালে আনন্দ মোহন কলেজের বিজ্ঞান অনুষদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রথম মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়। এ বিভাগে ১২ শিক্ষক ও ১ জন প্রদর্শক কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় এ বিভাগের ফলাফল অত্যন্ত ঈর্ষনীয়। প্রচুর ছাত্র-ছাত্রী ১ম শ্রেণী পাওয়া ছাড়াও অনার্স পরীক্ষায় একাধিকবার প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরবও আছে এ বিভাগের। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১৯৯৯ সন থেকে একাধারে চার বৎসর প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় পরপর পাঁচবার প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে এ বিভাগের ছাত্রছাত্রীরা এ বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন অনেক জ্ঞানী গুনী শিক্ষকবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্রফেসর আল্লা রাখা, প্রফেসর মোঃ শরীফ ,ড.খুরশীদা বান.ড. আনোয়ারুল হক, প্রফেসর মহিউদ্দিন, প্রফেসর শামসুল হক মৃধা, প্রফেসর কাজী আকবর হোসাইন, প্রফেসর জিতেন্দ্র নাথ রায়, ড. হাসনা হেনা বেগম, ড. এ.কে.এম.জাফর হোসেন, ড. মোঃ সিরাজুল ইসলাম এবং প্রফেসর মোঃ জাকির হোসেন। প্রফেসর মোঃ জাকির হোসেন বর্তমানে অত্র কলেজের উপাধ্যক্ষ পদে আসীন রয়েছেন। এ ছাড়া ড. কাঝী আব্দুল বাছেত,প্রফেসর আলমাস উদ্দিন হাওলাদার, প্রফেসর মোমতাজ হোসাইন, প্রফেসর মোসত্মফা গোলাম সারোয়ার, ড. মধুশ্রী ভদ্র, প্রফেসর সুনীত কুমার ভদ্র প্রমুখ নামকরা উদ্ভিদবিজ্ঞানীরা এ বিভাগে শিক্ষতা করেছেন। এতোসব বিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার হাতে গড়া এ বিভাগের অনেক ছাত্র-ছাত্রী দেশে-বিদেশে আজ সুপ্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্রশাসন ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তথ্য ক্যাডারে, বহুজাতিক কোম্পানীতে, বিভিন্ন বেসরকারী কলেজে এ বিভাগের বহু ছাত্র-ছাত্রী অত্যমত্ম সুনামের সাথে কাজ করছে। এ বিভাগরে শিক্ষক শিক্ষিকাবৃন্দ লেখাপড়ার ব্যাপারে খুবই যত্নশীল। শিক্ষাদানের ক্ষেত্রে তত্ত্বীয় ও ব্যবহারিক উভয় দিকেই গুরুত্ব দেয়া হয়। নির্ধারিত রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস নেওয়া সত্ত্বেও কোন কোর্স শেষ না হলে অতিরিক্ত ক্লাস নিয়ে হলেও কোর্স শেষ করা হয়। ছাত্র-ছাত্রীদেও ক্লাসে উপস্থিতি ও বিভাগীয় পরীক্ষাসমূহের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বিভাগের ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক অধিক জ্ঞান চর্চার জন্য রেফারেন্স বই সহ অনেক টেক্সট বই নিয়ে একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরী রয়েছে এ বিভাগের । প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের প্রণীত সিলেবাস অনুযায়ী সেমিনারের জন্য নতুন নতুন বই ক্রয় করা হয়। তাছাড়াও গবেষনাগারেও প্রতিবছর নতুন যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সংযোজন করা হয়। মাল্টিমিডিয়া সমৃদ্ধ আইসিটি ভিত্তিক শ্রেণিকক্ষ এবং আধুনিক সুবিধা সম্বলিত ল্যাবরেটরী সুবিধা বিদ্যমান।

 

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

 

বিভাগে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীর সংখ্যা :

 

বর্ষ

ছাত্র

ছাত্রী

মোট

অনার্স ১ম বর্ষ

৪৮

৯৬

১৪৪

অনার্স ১ম বর্ষ(ফরমপূলণ)

৩২

৬৪

৯৬

অনার্স ২য় বর্ষ

৩৩

৬২

৯৫

অনার্স ৩য় বর্ষ

৩৫

৫৯

৯৪

অনার্স ৪র্থ বর্ষ

৩০

৫৭

৮৭

প্রিলিমিনারি টু মাস্টার্স

১৬

২৪

৪০

মাস্টার্স শেষ বর্ষ

৫৫

৯৫

১৫০

বিভাগীয় সেমিনারে মোট বইয়ের সংখ্যা-২৬৪৮টি।