Department of Mathematics

গণিত বিভাগ আনন্দ মোহন কলেজের অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ। স্বাধীনতা-উত্তর ১৯৭৩ সালে এ কলেজের যে কয়েকটি বিভাগে অনার্স কোর্স চালু করা হয় তার মধ্যে গণিত বিভাগ অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্স চালু হওয়ার পর থেকে গণিত ফলাফলে সর্বদাই শীর্ষস্থান দখল করেছে। 2/1টি ব্যতিক্রম বাদে প্রতিবছরই আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ছাত্রছাত্রীরা সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ বিভিন্ন স্থান দখল করেছে । জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরেও এ বিভাগের ছাত্র-ছাত্রীরা অনার্স ও মাস্টার্স কোর্সের পরীক্ষার ফলাফলের গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে। 1976 সালের অনার্স পরীক্ষায় এ বিভাগের ছাত্র আব্দুল হাই প্রথম শ্রেণীতে প্রথম হয়, এর পর 1977 সালে আব্দুল কুদ্দুছ, 1978 সালে আব্দুল হক,1983 সালে নিতাই চন্দ্র, 1984 সালে মোঃ মজিবুর রহমান, 1985 সালে মোঃ নুরুজ্জামান, 1986 সালে আলতাফ হোসেন, 1988 সালে নূরুজ্জামান (বাদল) প্রথম শ্রেণীতে প্রথম হয়। অনার্স কোর্স চালুর পর থেকে অদ্যাবধি এ বিভাগে অধ্যাপনায় নিয়োজিত শিক্ষকমন্ডলী বিভাগের তথা কলেজের ঐতিহ্য সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং বর্তমানে ও বিভিন্ন কার্যাকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যামে সে চেষ্টা অব্যাহত বেখেছেন।

  

                                                                  গণিত বিভাগ

                                                   আনন্দ মোহন কলেজ,ময়মনসিংহ।

বিভাগের মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা :

                  বর্ষ

        ছাত্র

         ছাত্রী

         মোট

অনার্স ১ম বর্ষ 

         ৮০

          ১২০

        ২০০

অনার্স ১ম বর্ষ (ফরম পূরণ)

        ৮৫

              ১১৫

        ২০০

অনার্স ২য় বর্ষ

         ৪৭

              ৬০

         ১০৭

অনার্স ৩য় বর্ষ

       ৬১

             ১০২

           ১৬৩

অনার্স ৪র্থ বর্ষ (পুরতন)

        ৫০

              ৭৬

           ১২৬

অনার্স ৪র্থ বর্ষ

        ৫০

            ৫৮

           ১০৮

প্রিলিমিনারি টু মাস্টার্স

       ১৮

           ৩১

          ৪৯

মাস্টার্স শ্রর্ষ পর্ব

      ৭০

         ১২৯

        ১৯৯

লাইব্রেরীর সংখ্যা

-------

---------------

         ১টি

সেমিনারের বই সংখ্যা

------------

                         মোট =

     ৯,৯৬২টি  

সেমিনার কক্ষ

---------

---------------

      ১টি ।