Department Of Philosophy

১৯০৮ সালে আনন্দ মোহন কলেজ প্রতিষ্ঠাকালীণ সময় থেকেই যুক্তিবিদ্যা বিভাগ নামে এই বিভাগের নামকরণ হয়। বিভাগটি ১৯৯৭ সালের পূর্ব পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষাদান শুরু হলে দর্শন বিভাগ নামকরণ হয়। ১৯৯৮ সালে বিভাগটিতে স্নাতোকোত্তর পর্যায়ের একাডেমিক কার্যক্রম চালিয়ে আসছে। বিভাগের বর্তমান শিক্ষক সংখ্যা ৯ জন। একজন অধ্যাপক এই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন   ক্রমিক নং সেমিনারের বইয়ের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা ০১ ৬৬৯০ ১০৫৫  

Friday's Routine Of Philosophy Department - 2024-04-19

Upload Routine

Latest Notice

SL Date Title Description