Department Of Islamic History & Culture

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আনন্দমোহন কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ১৯৮৭ সালে কলেজে এ বিভাগটি চালু করা হয়। ১৯৮৫ সালে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বেগম আনোয়ারা খাতুন সহকারী অধ্যাপক ও জনাব মো: সাদেকুর রহমান প্রভাষক হিসেবে এ কলেজে যোগদান করেন। কিন্তু কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ না থাকায় তাদেরকে সাধারণ ইতিহাস বিভাগে যোগদান করতে হয়। জনাব মো: সাদেকুর রহমানের অক্লান্ত চেষ্টার ফলে ১৯৮৭ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উচ্চ মাধ্যমিক খোলার অনুমতি পাওয়া যায়। এরই ধারাবহিকতায় ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস)খোলার অনুমতি মিলে। অত:পর ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনার্স খোলারও অনুমিত দেয়। বর্তমানে এ বিভাগে অনার্স থেকে মাস্টার্স (১ম পব ও শেষ পব) কোর্স চালু আছে। এ কোর্সগুলো খোলা সম্ভব হয়েছে ততকালীন অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতা এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ বিশেষ করে জনাব মো: সাদেকুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায়। বর্তমানে....

Thursday's Routine Of Islamic History & Culture Department - 2022-07-07