বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠবিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ। আর এ কলেজের একটি ঐতিজ্যবাহী বিভাগ হচ্ছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশনে ১৯৭২ সনে এ বিভাগে অনার্স কোর্স চালু হয় এবং পরবর্তীতে ১৯৮৫ সালে আনন্দ মোহন কলেজের বিজ্ঞান অনুষদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রথম মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়। এ বিভাগে ১২ শিক্ষক ও ১ জন প্রদর্শক কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় এ বিভাগের ফলাফল অত্যন্ত ঈর্ষনীয়। প্রচুর ছাত্র-ছাত্রী ১ম শ্রেণী পাওয়া ছাড়াও অনার্স পরীক্ষায় একাধিকবার প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরবও আছে এ বিভাগের। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১৯৯৯ সন থেকে একাধারে চার বৎসর প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় পরপর পাঁচবার প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে এ বিভাগের ছাত্রছাত্রীরা এ বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন অনেক জ্ঞানী গুনী শিক্ষকবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্রফেসর আল্লা রাখা, প্রফেসর মোঃ শরীফ ,ড.খুরশীদা বান.ড. আনোয়ারুল হক, প্রফেসর মহিউদ্দিন, প্রফেসর শামসুল....
1908
220
22
30000 +