Notice Board

মাস্টার্স শেষ বর্ষ (২০২০-২১) শিক্ষাবর্ষে (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি

স্মারক নংঃ-

ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষ (২০২০-২১) শিক্ষাবর্ষে নিয়মিত প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ০২-১০-২০২২ ইং তারিখ হতে ১১-১০-২০২২ ইং তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত (সরকারি বন্ধের দিন ব্যতিত) চলবে। ভর্তি ফরম ইন্টারনেট হতে সংগ্রহ করে প্রয়োজনীয় ফি ও কাগজপত্র বিভাগে জমা দিতে হবে।

 প্রয়োজনীয় ফি :

১। ব্যবস্থাপনা বিভাগে (সেমিনার ফি ও ভর্তি ফরম বাবদ ৪০০+৮০) মোট ৪৮০/- টাকা । 

২। ৪৩৮৫/- টাকা সোনালী ব্যাংকের https://sbl.com.bd:7070 লিংকে প্রবেশ করে অথবা Sonali eSheba মোবাইল অ্যাপ এ  National University Fees মেন্যু  থেকে Admission Fee  অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফি পরিশোধ করে Pay Slip এবং ফরমের উপর Transaction নম্বর ও সার্বক্ষণিক খোলা মোবাইল নম্বর ইংরেজিতে লিখে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ 


১। অনলাইনে আবেদন পত্রের সঙ্গে এস.এস.সি, এইচ.এস.সি/সমমান এবং স্নাতক (সম্মান) পাশের সনদপত্র, নম্বরপত্র, রেজি: কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি (০১) সেট জমা দিতে হবে।

৩। মাস্টার্স ১ম পর্ব উত্তীর্ণদের ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্রের সঙ্গে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান, ডিগ্রি (পাস) এবং ১ম পর্ব মাস্টার্স  পাশের সনদপত্র, নম্বরপত্র, রেজি: কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি (০১) সেট জমা দিতে হবে।

২। সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট  ও ০১ কপি স্টাম্প সাইজ সত্যায়িত ছবি জমা দিতে হবে।
৩। জাতীয় বিশ^বিদ্যালয়ে দ্বৈত ভর্তি নাই মর্মে অঙ্গীকারনামা ০১ কপি । 
 

Recent Notice