Notice Board

মাস্টার্স শেষ পর্ব ২০২০-২১ (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি

স্মারক নংঃ-

যে সকল ছাত্র-ছাত্রী অনার্স, মাস্টার্স ১ম পর্ব (প্রিলিঃ) নিয়মিত/প্রাইভেট সম্পন্ন করেছে তারা আগামী ২৮/১২/২০২২ ইং তারিখ পর্যন্ত মাস্টার্স শেষ পর্ব ২০২০-২০২১ (প্রাইভেট) শ্রেণিতে ভর্তি হতে পারবে । ভর্তি ফরম ইন্টারনেট হতে সংগ্রহ করে প্রয়োজনীয় ফি ও কাগজপত্র বিভাগে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র ঃ

১। ভর্তি ফি বাবদ ১৪০০/- টাকা শিওর ক্যাশে জমা দিয়ে ফরমের উপর Transaction  নম্বর ও সার্বক্ষণিক খোলা মোবাইল নম্বর ইংরেজিতে লিখে বিভাগে জমা দিতে হবে।

২। আবেদন পত্রের সঙ্গে ইন্টারনেট কপি, এস.এস.সি, এইচ.এস.সি, ডিগ্রি এবং অনার্স/মাস্টার্স ১ম পর্ব পাশের সনদ ও নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি-(০২) সেট জমা দিতে হবে।
৩। সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট কোর্স ও ডিগ্রি পাশের সনদ 
     পত্র,নম্বর পত্র ও রেজি:কার্ডের সত্যায়িত কপি-০২ সেট।
৪। অনার্স/মাস্টার্স ১ম পর্ব শ্রেণির রেজি: কার্ড এর সত্যায়িত ফটোকপি-০২ সেট।
৫। গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ এবং পাঠ বিরতি সনদ-০২ কপি।
৬। প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত প্রার্থীগণকে শিক্ষা ছুটি দেয়া হবে মর্মে বিভাগীয় প্রধানের 
     প্রত্যয়নপত্র।
বি:দ্র: ভর্তির সময় অবশ্যই সকল সনদের মূল কপি বিভাগে প্রদর্শন করতে হবে।
ভর্তির সময় প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।
 

Recent Notice