Teacher Profile

Pradip Kumar Paul

Head Of Department

পদার্থ বিজ্ঞান বিভাগের ইতিহাস । বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠকাল থেকেই পদার্থ বিদ্যা বিভাগের যাত্রা শুরু। প্রথমেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং পরবর্তীতে স্নাতক পর্যায়ে পদার্থবিজ্ঞান কোর্স চালু হয়। স্বাধীনতাপূর্ব কালেই আনন্দমোহন কলেজে বাংলা এবং ইতিহাস – এ দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। তারপর একই পথ পরিক্রমায় ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানসহ আরও আটটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ১৯৭২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘ বিশ বছর সুনামের সাথে অনার্স পর্যায়ে পাঠদান কার্যক্রম চললেও মাস্টার্স শেষ পর্বের কোর্স চালু হয় ১৯৮৮-৮৯ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ১৯৯২ সালে । তারপর ১৯৯৪ সালে চালু হয় মাস্টার্স প্রথম পর্বের কোর্স। বর্তমানে স্নাতক (পাস) কোর্স ছাড়া সবগুলো কোর্সই চালু আছে। শুরু থেকেই এ বিভাগটি কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ঐতিহ্যবাহী এ বিভাগ থেকে অধ্যয়ন শেষে প্রায় প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে থেকে বি,সি,এস সাধারণ ও প্রফেশনাল ক্যাডারে, সরকারী অন্যান্য নন ক্যাডার পদে এবং বিভিন্ন বেসরকারী সেক্টরের চাকুরীতে নিযুক্ত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হচ্ছে। বর্তমানে এ বিভাগে সম্মান শ্রেণীতে আসন সংখ্যা ১১৫। পদার্থ বিদ্যা বিভাগের কার্যক্রম শুরুর সময় থেকে অদ্যাবধি পদার্থ বিদ্যা বিভাগে ১টি অধ্যাপক, ১টি সহযোগী অধ্যাপক, ২টি সহকারী অধ্যাপক, ৩ টি প্রভাষক ও ২ টি প্রদর্শক এর পদ রয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এ বিভাগের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলেন দেশের খ্যতনামা বেশ কজন পন্ডিত শিক্ষক। বিদ্যমান পদের সংখ্যা কম হলেও বর্তমানে সবগুলো পদই পূর্ণ রয়েছে। একজন অধ্যাপকের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ বিভাগের শিক্ষাসহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।