Teacher Profile

Md. Abul Kalam Azad

24th BCS, Cadre ID - 017297

Assistant Professor

জনাব মোঃ আবুল কালাম আজাদ আনন্দ মোহন কলেজে হিসাববিজ্ঞান বিভাগে ২৮/১০/২০১৩ তারিখে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) হতে ১৯৯৩ সালে বি.কম. (সম্মান) ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.কম. ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে প্রভাষক পদে ২.০৭.০৫ তারিখে ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জে প্রথম যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুরে ১৪.০৫.১৩ তারিখে যোগদান করেন। তিনি বিবিএ অনার্স ৩য় বর্ষের সিলেবাস অনুযায়ী Advanced Accounting-1, Management Accounting বিবিএ অনার্স ১ম বর্ষের Principles of Finance, উচ্চ মাধ্যমিক শ্রেণির হিসাববিজ্ঞান (১ম ও ২য় পত্র) গ্রন্থের সহপ্রণেতা। তিনি ২০০৫ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে দীর্ঘ ১৬ বছর যাবৎ সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্যাডারে যোগদানের পূর্বে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন “উপজেলা সমাজ সেবা অফিসার” ও “প্রবেশন অফিসার” পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন।