বিজ্ঞপ্তিঃ যাদের ওয়েবসাইট এ ফর্রম পূরন করতে গিয়ে সাবজেক্ট, সেশন সহ অন্যান্য ভুল হয়েছে, তারা প্রিন্ট করা ভুল ফর্ম হাত দিয়ে কেটে ঠিক করে আপাতত জমা দিবে। পরবর্তিতে ভর্তি শেষ হওয়ার পর কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় অথবা আইসিটি বিভাগে নিজ দায়িত্বে যোগাযোগ করে ওয়েবসাইট এ কারেকশন করে নিতে হবে।