Department of Islamic Studies

  • Home
  • Islamic Studies

আঠারো টি বিষয়ে অনার্স মাস্টার্স বিশিষ্ট আনন্দ মোহন কলেজের ইসলামিক স্টাডিজ হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ । এই বিভাগের শিক্ষার্থী গণ মেধা ,মনন দেশপ্রেম ও নৈতিক গুনাবলী বিকাশের মাধ্যমে কলেজের সুনাম বিকাশে তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করে আসছে । এই বিভাগে মোট শিক্ষক পদ সংখ্যা -৭ , যার মধ্যে বর্তমানে সবাই কর্মরত আছেন । সংযুক্ত (Attachment) একজন সহ বর্তমানের এই বিভাগের শিক্ষক সংখ্যা সর্বমোট - ৮ । মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় সাড়ে নয়শ । সেমিনারে বই এর সংখ্যা প্রায় ১২০০ এর উপরে । বৃহত্তর ময়মনসিংহের ছাত্র-ছাত্রীদের স্থানীয়ভাবে ইসলামিক স্টাডিজ বিভাগের উচ্চতর ডিগ্রি নেবার কোন সুযোগ এখানে ছিলনা। যদিও শত শত মাদ্রাসা ও মক্তব অধ্যুষিত এই অঞ্চলের ছাত্র-ছাত্রীদের সেটা ছিল প্রাণের দাবী । আনন্দ মোহন কলেজে কর্মরত ইসলামিক স্টাডিজের শিক্ষক গণ তখন ইন্টারমেডিয়েট ও ডিগ্রি পর্যায়ে ক্লাস নিতেন । ইসলামিক স্টাডিজ বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক জনাব আব্দুল খালেক ও সহকারি অধ্যাপক মিয়া মোঃ নুরুল হকের ঐকান্তিক চেষ্টায় তৎকালীন অধ্যক্ষ ছিলেন প্রফেসর রিয়াজুর রহমান এর সময় সেই দাবীর বাস্তবায়ন হয় এবং ১৯৯২ সাল থেকে আনন্দ মোহন কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু হয় । এভাবেই ১৯৯২/৯৩ শিক্ষাবর্ষ থেকে বৃহত্তর ময়মনসিংহের ছেলেমেয়েদের,ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উচ্চতর শিক্ষা লাভের সুযোগের ক্ষেত্রটি প্রসারিত হয় । ১৯৯৫-৯৫ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স প্রথম পর্বে ছাত্র ভর্তি শুরু হয় । আর তারি ধারাবাহিকতায় ১৯৯৭-৯৮ অনার্স সহ মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয় । তখন বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন মিয়া মোঃ নুরুল হক ( প্রাক্তন সহকারী অধ্যাপক) । সেই সময়ে কর্মরত প্রভাষক জনাব জসীম উদ্দিন এখনও সহকারী অধ্যাপক হিসাবে একই বিভাগে পাঠ দান করে চলেছেন । ইসলামিক স্টাডিজ বিভাগে সর্ব প্রথম অনার্স ডিগ্রি চালু হয় , ১৯৯২ সাল থেকে । সেটা ছিল বিভাগীয় ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা । তৎকালীন অধ্যক্ষ ছিলেন প্রফেসর রিয়াজুর রহমান । যার নাম শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় হয় । কলেজের অন্য যে কোন বিভাগের তুলনায় অতি স্বল্প শিক্ষক নিয়েও বিভাগের গতিধারা সাবলীল ভাবে অব্যাহত রয়েছে । শিক্ষক বৃন্দ খুব আন্তরিক আর সৌহার্দ্য পূর্ণ পরিবেশে পাঠদান করে থাকেন ।পাঠ্যসূচীর প্রতি গুরুত্ব প্রদানের পাশাপাশি তারা নৈতিক ও মানসিক গুনাবলী বিকাশের জন্য যথাবিহিত যত্ন নিয়ে থাকেন । তাছাড়া প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা যেন তাদের সম্মানজনক জীবিকা লাভ করতে পারে সেজন্য বিভাগীয় শিক্ষকরা সচেস্ট থাকেন । প্রযুক্তি ও বিজ্ঞান মনস্কতায় যেন কেউ পিছিয়ে না থাকে সেজন্য ও ছাত্র-ছাত্রীদের উপদেশ দেয়া হয় । আন্তঃ বিভাগীয় খেলাধুলা সহ সকল সাংস্কৃতিক, গঠনমূলক অথবা সেবামূলক কাজে এই বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মত । প্রসংগত , কলেজের রোভার স্কাউট দলে একটা বড় অংশই ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রী। তাছাড়া রক্তদান মূলক সংগঠন বাঁধন -এ তাদের তৎপরতাও উল্লেখযোগ্য । তাছাড়া শিক্ষার্থীদের চিন্তা, মেধা আর মুক্ত বুদ্ধিকে আরো শাণিত করার জন্য বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ নিশ্চিত করা হয় । বাংলাদেশের ভূগোল এবং বাস্তব জ্ঞানের সাথে পরিচিত করানোর জন্য নিয়মিত শিক্ষা সফরের আয়োজন করা হয় । সেমিনারের পাঠ কার্যক্রম আর শৃঙ্খলা রক্ষার ব্যাপারে নিয়মিত আন্তরিক দৃষ্টি রাখা হয়। পরিবর্তনশীল বিশ্বের সাথে পরিচিত করানোর জন্য সেমিনারে নিয়মিতভাবে একাধিক দৈনিক পত্রিকা রাখা হয় । প্রাইভেট পড়ার ব্যাপারে ব্যপকভাবে নিরুৎসাহিত করে শ্রেণী কক্ষের পাঠদানের প্রতি সর্বদা গুরুত্ব দেয়া হয়ে থাকে । সর্বোপরি এই বিভাগে সকল ছাত্র-ছাত্রীরা এবং তাদের শিক্ষক কর্মচারীরা মিলে মিশে একসাথে একটি পরিবারের ন্যয় বসবাস করে শিক্ষানোকুল পরিবেশ সৃষ্টি করে বিদ্যার্জন প্রক্রিয়াকে সদা বেগবান করার মহান প্রচেস্টায় রত আছে । By - Zia-ul Haque ( Lecturer)

 

           বর্ষ           ছাত্র-ছাত্রীর সংখ্যা             সেশন
 অনার্স ১ম বর্ষ    ১২৬  ২০২২-২৩
অনার্স ১ম বর্ষ  ১৩৪ ২০২১-২২
অনার্স ২য় বর্ষ ১১২ ২০২০-২১
অনার্স ৩য় বর্ষ ১০২ ২০১৯-২০
অনার্স ৪র্থ বর্ষ ১০৬ ২০১৮-১৯
মাস্টার্স ১ম পর্ব ৬৫ ২০২০-২১
মাস্টার্স শেষ পর্ব ১৯৮ ২০২০-২১
সেমিনারে বই এর সংখ্যা  ৩৫৪৭ টি --------