Department of Bangla

বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তী : ১৯০৮ সালে আনন্দ মোহন কলেজ যাত্রা শুরু করে। তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ১৯৬৪ সালের ১ অক্টোবর কলেজটিকে সরকারিকরণ করে। প্রতিষ্ঠার পর থেকেই এ প্রতিষ্ঠানটি বৃহত্তর ময়মনসিংহের শিক্ষাপ্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছে। সরকারিকরণের পরে ১৯৬৩-১৯৬৪ শিক্ষাবর্ষেই এ কলেজে বাংলা বিষয়ে অনার্স কোর্স প্রবর্তিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই বাংলা বিভাগ শিক্ষা-সংস্কৃতি বিষয়ে কলেজে পতিকৃতের ভূমিকা পালন করে চলছে। বহু প্রথিতযশা অধ্যাপক এ বিভাগের সঙ্গে থেকেই শিক্ষার্থীদের চিত্তবিকাশে রেখেছেন অনন্য অবদান। আজ সুবর্ণ জয়ন্তীতে বাংলা বিভাগ। ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বাংলা বিভাগে প্রিলিমিনারি ও মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমান বাংলা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি অনার্স কোর্স, মাস্টার্স ১ম পর্ব এবং মাস্টার্স শেষ পর্ব কোর্স শিক্ষাদান করা হচ্ছে।

 ক্রমিক নং                   বর্ষ  ছেলে মেয়ে সর্বমোট
         ০১ অনার্স ১ম বর্ষ  ১০৫ ১১৯ ২২৪
         ০২ অনার্স ২য় বর্ষ ১১০ ৮০ ১৯০
         ০৩ অনার্স ৩য় বর্ষ  ৮৬ ৯৫ ১৮১
         ০৪ অনার্স ৪র্থ বর্ষ ৮৮ ৯৭ ১৮৫
         ০৫ মাস্টার্স ১ম ০০ ০০ ০০
         ০৬ মাস্টার্স শেষ পর্ব ১৮০ ১২০ ৩০০
  সর্বমোট ৫৬৯ ৫১১ ১০৮০

সর্বমোট নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা:- ১০৮০ জন

সেমিনার ও লাইব্রেরী সংখ্যা:- ১ টি

সর্বমোট বইয়ের সংখ্যা:- ৫৫০০ টি