অর্থনীতি বিভাগ চালুর পটভুমি 1908 সালে আনন্দ মোহন কলেজ প্রতিষ্ঠার পর থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অর্থনীতি বিষয় পড়ানো হলেও এ সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায়না। তবে 1914 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় আনন্দ মোহন কলেজকে প্রথম গ্রেডের কলেজের মর্যাদা প্রদান করে। এ প্রেক্ষিতে বি.এ শ্রেণীতে মাতৃভাষা, সংস্কৃত, ফারসির পাশাপাশি ইতিহাস, দর্শন ও অর্থনীতি বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়। তথ্য অনুযায়ী আনন্দ মোহন কলেজে অর্থনীতি বিভাগ চালু হয় 1914 সালে। কলেজের ইতিহাস হতে যতদূর জানা যায় নলিনী রঞ্জন চৌধুরী 1914 সালে বা তার পূর্ব হতে অর্থনীতির শিক্ষক হিসেবে অত্র কলেজে কর্মরত ছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সহযোগিতায় আনন্দ মোহন কলেজে 1792-1973 শিক্ষাবর্ষ হতে সম্মান কোর্স চালু হয়। এর ধারাবাহিকতায় 1986-1987 শিক্ষাবর্ষ হতে মাস্টার্স কোর্স চালু হয়। সম্মান কোর্স চালুকালীন সময়ে প্রফেসর আব্দুল আজিজ প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
1908
220
22
30000 +